
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৪ এএম

শাহীন রেজা
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সে আমার পথকে দখল করতে চায়
আমার সেই চিরচেনা পথ
বটের ছায়া, শিমূলের অজস্র মৃতদেহ আর
পায়ে পেষা দূর্বার দীর্ঘশ্বাস জড়িয়ে
যে দীর্ঘকাল বয়ে নিয়েছে আমার ভার
সেই পথটাকে
সে এসে চকিতে লন্ডভন্ড করে দিয়ে
সেখানে প্রতিষ্ঠা করতে চায় মোঘলসত্ত্ব
কি আশ্চর্য
রোদনের নদীজুড়ে সে এক সর্বগ্রাসী হাঙ্গর
গিলে খেতে চায় রোদের অস্তিত্ব, বোধের অনুভব
পথিক বিহঙ্গ খোঁজে; জলেরা শুশুক
আর তুমি হৃৎপিণ্ড মাটির
অথচ এই পথ চিরকালই কবিতার পথ।