
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৬ এএম

কামরুল ইসলাম
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
আমি যে পাখির ডাকের কাছে যাই
কিছুবছর পর পাখিটা আর দেখিনা
আমি যে সবুজে মন ভাসিয়ে বেড়াই
পরের বছরেই তা ইট-পাথরের জঞ্জাল
আমার আকাশে কার অগ্নিসূয্য ওঠে!
৫৩ বছর উন্নয়নের আবর্জনায় হেঁটেছি
আমাকে একটু জোছনার কাছে যেতে দাও বাংলাদেশ।