মানসম্পন্ন শিক্ষা প্রদানে বদ্ধপরিকর এআইইউবি: ইশতিয়াক আবেদীন
চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, এআইইউবি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা প্রদানে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আধুনিক, আন্তর্জাতিকমানের সুবিধাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সংবলিত শ্রেণিকক্ষ, অত্যাধুনিক যন্ত্রপাতি সংবলিত ল্যাবরেটরি প্রস্তুত করা হয়েছে। এআইইউবি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, যার বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন সংস্থা পিএএএসসিইউ দ্বারা অ্যাক্রিডিটেড। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইইই, সিওই, সিএসই প্রোগ্রাম আইইবি ও আর্কিটেকচার প্রোগ্রাম আইএবি দ্বারা অ্যাক্রিডিটেড। ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন সংস্থা এএসিএসবি ও এসিবিএসপির সদস্যপদ অর্জন করেছে। এআইইউবি Magna Charta, CHEA, IAU, AUAP, APQN-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ অর্জন করেছে।
ইতোমধ্যে এআইইউবি র্যাংকিংয়ে বেশ সাফল্য পেয়েছে। টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাংকিংয়ে ২০২৩-এ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি ৮ : ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এআইইউবি শীর্ষস্থান অর্জন করেছে এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৩-এ এআইইউবি-এর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ৫০-এর তালিকায় স্থান পেয়েছে।
বর্তমানে এআইইউবিতে ৪টি অনুষদ রয়েছে। এগুলো হলো-প্রকৌশল অনুষদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ। এসব অনুষদের অধীনে বিভিন্ন বিভাগ রয়েছে। বিভাগগুলো থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। এআইইউবিতে এখন পর্যন্ত ২১টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রায় ৩৬,৯১১ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদানের জন্য এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে দেশবিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, যাদের মধ্যে বেশির ভাগই পিএইচডি ডিগ্রিধারী।
নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও সংরক্ষণ আরও শক্তিশালী করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আধুনিক ও আন্তর্জাতিকমানের সুযোগ-সুবিধা সংবলিত শ্রেণিকক্ষ, অত্যাধুনিক যন্ত্রপাতি সংবলিত ল্যাবরেটরি রয়েছে। রয়েছে আধুনিক ও দৃষ্টিনন্দন প্রশাসনিক ভবন ও গ্রন্থাগার। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাদের জন্য রয়েছে ক্যাফেটেরিয়া। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে রয়েছে আন্তর্জাতিক মানস¤পন্ন ফুটবল খেলার মাঠ, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, ক্রিকেট নেট প্র্যাকটিস, ব্যাডমিন্টন কোর্ট ও টেনিস কোর্ট। এছাড়া রয়েছে শিক্ষার্থীদের জন্য ইনডোর গেমস, আধুনিক ড্রেসিংরুম ও জিমনেসিয়াম। আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়াম এবং সভা পরিচালনার জন্য রয়েছে অত্যাধুনিক অডিটোরিয়াম। রয়েছে আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য মুট কোর্ট, মিডিয়া অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের জন্য মিডিয়া স্টুডিও ও অ্যানিমেশন ল্যাবরেটরি। বিশ্ববিদ্যালয়ে রয়েছে মুক্তমঞ্চ। মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য রয়েছেন মনোবিজ্ঞানী। রয়েছে ডে-কেয়ার সেন্টার। এছাড়া সব ধর্মাবলম্বীর জন্য রয়েছে পৃথক উপাসনালয়। আছে মেডিকেল সেন্টার। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটি নিজস্ব সফটওয়্যার ও আরএফআইডি দ্বারা পরিচালিত। যেখানে রয়েছে সর্বশেষ সংস্করণসমৃদ্ধ প্রায় ৪৫ হাজার বই, ৬৮ হাজার ৩৯২টি সাময়িকী, ১ হাজার ৩৪৩টি অডিও-ভিজ্যুয়ালসামগ্রী ও ১ লাখ ৭২ হাজার ই-বুক। গ্রন্থাগারে প্রায় ৫০০ শিক্ষার্থী একসঙ্গে বসে অধ্যয়ন করতে পারে।
শিক্ষার মান নিশ্চিতে এআইইউবি ২০০৮ সালে সর্বপ্রথম একটি স্বতন্ত্র কোয়ালিটি অ্যাসিউরেন্স সেন্টার (একিউএসি) গঠন করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী এইচইকিউইপি প্রকল্পের অধীনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) হিসাবে পুনর্গঠিত করা হয়েছে। ইউজিসি-এসপিকিউএ প্রদত্ত ছক অনুসারে এআইইউবি-আইকিউএসি বিভিন্ন বিষয়ে তথ্য ও কর্মপরিকল্পনা প্রদান করে থাকে।
করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২০ মার্চ থেকে এআইইউবি প্রথম মাইক্রোসফট টিমস প্ল্যাটফরম ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সফলভাবে সব ক্লাস সম্পাদন ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেছে। সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বিনামূল্যে ওয়াইফাই সংযোগ ব্যবহার করে থাকেন। শিক্ষার্থীদের জন্য ব্রাউজিং ল্যাবের ব্যবস্থা রয়েছে। ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার ও মুদ্রণের জন্য ২৫টি কিয়স্ক স্থাপন করা হয়েছে।
মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে এআইইউবিতে একাধিক শিক্ষার্থী ক্লাব রয়েছে। এ ক্লাবগুলো প্রতিনিয়ত অতিরিক্ত পাঠ্যক্রম কার্যক্রম যেমন ওয়ার্কশপ, সেমিনার, ইন্ডাস্ট্রিয়াল টুর, সাংস্কৃতিক এবং বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।