প্রীতি সম্মিলন : অতিথিদের শুভেচ্ছা
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দৈনিক যুগান্তর ১ ফেব্রুয়ারি দুই যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয় প্রীতি সম্মিলনের। দেশের বরেণ্য ও বিশিষ্টজনরা এতে অংশ নিয়ে শুভকামনা জানান যুগান্তরকে-
১. যুগান্তরের প্রকাশক, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম
২. শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্বাগত জানাচ্ছেন যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। উপস্থিত রয়েছেন সালমা ইসলাম, মো. শামীম ইসলাম ও যমুনা গ্রুপের পরিচালক মেহনাজ ইসলাম
৩. শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে যমুনা গ্রুপের পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম ও মেহনাজ ইসলাম
৪. সম্পাদক সাইফুল আলমকে শুভেচ্ছা জানাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম। উপস্থিত রয়েছেন উপসম্পাদক আহমেদ দীপু ও এহসানুল হক বাবু, প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা
৫. মো. শামীম ইসলামকে শুভেচ্ছা জানাচ্ছেন সংসদ-সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম
৬. সাইফুল আলমকে শুভেচ্ছা জানাচ্ছেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা ও প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম। উপস্থিত রয়েছেন যুগান্তরের উপসম্পাদক বিএম জাহাঙ্গীর
৭. শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন
৮. যমুনা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামকে শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। উপস্থিত রয়েছেন পার্টির কো-চেয়ারম্যান আবু হোসেন বাবলাসহ অন্য নেতারা
৯. শুভেচ্ছা জানাচ্ছেন জনতা ব্যাংকের এমডি ও সিইও আবদুস সামাদ আজাদ
১০. ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম শুভেচ্ছা জানাচ্ছেন যুগান্তরের প্রকাশক ও সম্পাদককে