
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৩০ পিএম

আইটি ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ ব্লু স্ক্রিন অব ডেথ (বিএসওডি) ডিজাইনে বড় পরিবর্তন আনছে। ঐতিহ্যবাহী নীল রং, বিমর্ষ মুখাবয়ব ও কিউআর কোড বাদ দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি। পরিবর্তিত ডিজাইনটি হবে আরও সরলীকৃত ও আধুনিক, যা দেখতে উইন্ডোজ আপডেট স্ক্রিনের মতো কালো হতে পারে। মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন বিএসওডি নকশাটি উইন্ডোজ ১১-এর ডিজাইন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং ব্যবহারকারীদের দ্রুত সমস্যার সমাধান করতে সহায়তা করবে। তবে এখনও নিশ্চিত নয়, চূড়ান্ত সংস্করণে এটি নীল থাকবে নাকি কালো হবে। ইনসাইডার প্রোগ্রামের ব্যবহারকারীরা পরীক্ষামূলক সংস্করণে এটি সবুজ স্ক্রিন হিসাবে দেখতে পাবেন। বিএসওডি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ ত্রুটি বার্তা, যা সাধারণত হার্ডওয়্যার বা সফটওয়্যারের গুরুতর সমস্যার সময় প্রদর্শিত হয়। ২০১২ সালে উইন্ডোজ ৮-এ বিমর্ষ মুখাবয়ব যুক্ত করা হয়েছিল, যা বিএসওডির অন্যতম বড় পরিবর্তন ছিল। ২০২১ সালে উইন্ডোজ ১১-এর পরীক্ষামূলক সংস্করণে সংক্ষিপ্তভাবে কালো স্ক্রিন চালু করা হলেও পরে নীল স্ক্রিন ফিরিয়ে আনা হয়। ধারণা করা হচ্ছে, নতুন বিএসওডি ডিজাইন উইন্ডোজ ১১-এর সংস্করণ ২৪এইচ২-এ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। মাইক্রোসফটের লক্ষ্য, বিএসওডিকে কম ভীতিকর ও সহজবোধ্য করা, যাতে ব্যবহারকারীরা দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক কাজে ফিরতে পারেন।