
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ এএম

আইটি ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কনটেন্ট নির্মাতাদের কার্যকারিতা বিশ্লেষণ সহজ করতে ইউটিউব শর্টসের ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনছে ইউটিউব। ৩১ মার্চ থেকে কার্যকর এই পরিবর্তনে, শর্টসের ভিউ তখনই গণনা হবে যখন এটি প্রথমবার বা আবার প্লে করা হবে। আগে নির্দিষ্ট কয়েক সেকেন্ড দেখা হলেই কেবল একটি ভিউ হিসাবে যুক্ত হতো। নতুন এ আপডেটের ফলে নির্মাতারা তাদের কনটেন্টের পারফরম্যান্স আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। পাশাপাশি, ব্র্যান্ড পার্টনারদের কাছে নিজেদের কাজ তুলে ধরাও হবে সহজতর। ইউটিউব জানিয়েছে, এটি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে ভিউ গণনার মেট্রিকের সামঞ্জস্যতা রাখবে, যেখানে ভিডিওর শুরু বা পুনরায় চালানোর সংখ্যা ট্র্যাক করা হয়। যারা আগের ভিউ মেট্রিক দেখতে চান, তারা ইউটিউব অ্যানালিটিকসের ‘অ্যাডভান্সড মোড’-এ গিয়ে ‘এনগেজড ভিউস’ মেট্রিক ব্যবহার করতে পারবেন। তবে এই পরিবর্তন নির্মাতাদের উপার্জন বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। এ আপডেট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন কৌশল নির্ধারণের সুযোগ তৈরি করবে, যা শর্ট-ফর্ম ভিডিওর ভবিষ্যৎকে আরও গতিশীল করবে।