
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ এএম

আইটি ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিপুল চাহিদা মেটাতে বর্তমানে প্রচলিত কম্পিউটার সিস্টেমগুলো হিমশিম খাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো ডেটা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বিপুল শক্তি, যা সিস্টেমের কর্মক্ষমতাকে ধীর করে দেয়।
এই চ্যালেঞ্জের একটি যুগান্তকারী সমাধান এনেছেন কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক কেরেন বার্গম্যান ও তার গবেষণা দল। তারা এমন একটি চিপ তৈরি করেছেন, যা ফোটোনিক ও ইলেকট্রনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি একটি থ্রিডি কাঠামোতে কাজ করে। গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে নেচার ফোটোনিক্স জার্নালে। এই বিশেষ চিপটি প্রতি সেকেন্ডে ৮০০ গিগাবিট পর্যন্ত উচ্চ গতির ব্যান্ডউইথ সরবরাহ করতে সক্ষম এবং প্রচলিত চিপের তুলনায় অনেক কম শক্তি ব্যবহার করে। গবেষকদের দাবি, এটি প্রতিটি ডেটা প্যাকেট স্থানান্তরের জন্য মাত্র ১২০ ফেমটোজুল শক্তি ব্যবহার করে, যা একে অত্যন্ত শক্তি সাশ্রয়ী করে তুলেছে। চিপটি সুপারকম্পিউটিং, ইন্টারনেট, এআই মডেল, রোবট ও স্ব-চালিত গাড়ি থেকে শুরু করে মেমোরি সংরক্ষণ ও দ্রুত তথ্যপ্রবাহে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি কম খরচে উৎপাদনযোগ্য হওয়ায় আগামী দিনে দ্রুত এবং আরও শক্তিশালী এআই সিস্টেমের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।