
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫০ এএম

আইটি ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বিজ্ঞানীরা প্রথমবারের মতো মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেল্টের একটি ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করছেন। এর ফলে মহাকাশ থেকে পৃথিবীতে আসা উল্কাপিণ্ডের উৎস সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া যাচ্ছে। নাসা ও এসইটিআই ইনস্টিটিউটের গবেষক পিটার জেনিসকেন্স ও তার দল এক দশকেরও বেশি সময় ধরে উল্কাপিণ্ডের পতনের পথ বিশ্লেষণ করেছেন। তারা ‘গ্লোবাল ফায়ারবল অবজারভেটরির মাধ্যমে ১৭টি উল্কাপাতের ঘটনা ট্র্যাক করেছেন এবং ৭৫টিরও বেশি উল্কাপিণ্ডের উৎস চিহ্নিত করেছেন। মূলত, এসব পাথুরে বস্তু বৃহৎ গ্রহাণুর সংঘর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে ছড়িয়ে পড়েছে। গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য অনুসন্ধান হলো ‘এইচ কনড্রাইটস’ নামে পরিচিত লোহাযুক্ত উল্কাপিণ্ডের উৎস। বিজ্ঞানীরা মনে করেন, এটি গ্রহাণু বেল্টের করোনিস পরিবারের অংশ। এসব উল্কাপিণ্ডের কক্ষপথ ও মহাকাশে অবস্থানকাল বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলো কারিন, করোনিস ২ ও করোনিস ৩ নামক গ্রহাণু গুচ্ছের সঙ্গে মিলে যায়। এই গবেষণা গ্রহাণু বেল্টের গঠন ও বিকাশ বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে মহাকাশীয় শিলা পৃথিবীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা নির্ধারণেও সহায়তা করবে।