
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ এএম

আইটি ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রযাত্রা আধুনিক কর্মক্ষেত্রের ধরন পরিবর্তন করছে। অনেক কাজ অটোমেশনের ফলে বিলীন হয়ে গেলেও কিছু পেশা টিকে থাকবে বলে বিশ্বাস করেন প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস। তার মতে, বিশেষজ্ঞ দক্ষতা এবং সৃজনশীলতা যেখানে অপরিহার্য, সেই পেশাগুলো সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয়।
কোডার : যদিও এআই কোড লিখতে পারে, তবে জটিল সফটওয়্যার উন্নয়ন, ডিবাগিং এবং সমস্যা সমাধানে এখনো মানবপ্রোগ্রামারদের প্রয়োজন। গেটস মনে করেন, প্রোগ্রামাররা ভবিষ্যতেও এআই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জ্বালানি বিশেষজ্ঞ : জ্বালানি খাতের জটিলতা একা এআই সামলাতে পারবে না। পারমাণবিক শক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। তাই এ পেশা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে।
জীববিজ্ঞানী : চিকিৎসা গবেষণা ও বৈজ্ঞানিক আবিষ্কারে সৃজনশীল চিন্তাধারা অপরিহার্য। যদিও এআই বিশ্লেষণে সহায়ক, তবে মৌলিক গবেষণা ও নতুন ধারণা তৈরির জন্য মানবজ্ঞানীরাই অপরিহার্য থাকবেন।
বিল গেটসের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসংস্থানের চেহারা বদলে দেবে, তবে সৃজনশীল ও বিশেষজ্ঞ দক্ষতা সম্পন্ন পেশাগুলো দীর্ঘ সময় টিকে থাকবে।