
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ এএম

আইটি ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি হঠাৎ করেই ফেসবুক নিষিদ্ধ করেছে। সরকারের দাবি, এটি অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ, বিদ্বেষমূলক বক্তব্য ও পর্নোগ্রাফি ঠেকাতে একটি জরুরি উদ্যোগ। দেশটির পুলিশ মন্ত্রী পিটার সিয়ামালিলি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইন ২০২৪-এর আওতায় নেওয়া এ সিদ্ধান্ত জনগণকে ‘ক্ষতিকর কনটেন্ট’ থেকে রক্ষা করবে। তবে সমালোচকরা বলছেন, এটি বাকস্বাধীনতা দমনের একটি প্রচেষ্টা। বিরোধীদলীয় নেতা অ্যালান বার্ড নতুন আইনটিকে ‘কঠোর’ উল্লেখ করে বলেন, এতে পুলিশের ক্ষমতা সীমাহীন হয়ে গেছে। এদিকে, অনেক ব্যবহারকারী ভিপিএন-এর মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ফেসবুক ব্যবহার করছেন। সরকারের এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তারা, যারা ফেসবুকের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সংযুক্ত ছিলেন। দেশটির তথ্যপ্রযুক্তি সংস্থা এনআইসিটিএ-কে না জানিয়েই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, যা ডিজিটাল স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে। ফেসবুক বন্ধের এ সিদ্ধান্ত কি নাগরিকদের সুরক্ষার জন্য, নাকি এটি সরকারের নিয়ন্ত্রণের আরেকটি হাতিয়ার-এ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।