
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ এএম

আইটি ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
উন্নত প্রযুক্তির মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুগলের গবেষণা শাখা গুগল এক্স উন্মোচন করেছে নতুন চিপ ‘টারা’। এ চিপ আলোকরশ্মি ব্যবহার করে তারবিহীন উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম। গুগলের তথ্য অনুযায়ী, মাঠ পরীক্ষায় ‘টারা’ চিপ এক কিলোমিটার দূরত্বে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট গতিতে ডেটা আদান-প্রদান করতে সক্ষম হয়েছে। এটি ভবিষ্যতে এমন একটি নেটওয়ার্কের অংশ হবে, যা মাটির নিচে কেবল ছাড়াই ফাইবার-সমমানের গতি দিতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্গম ও গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ বিস্তারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রচলিত ফাইবার অপটিক কেবল স্থাপন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। কিন্তু ‘টারা’ চিপ আলোর মাধ্যমে দ্রুত ও সহজেই ইন্টারনেট পৌঁছে দিতে পারবে। গুগল এক্স দীর্ঘদিন ধরেই উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করছে। ‘টারা’ তারই আরেকটি যুগান্তকারী সংযোজন, যা ভবিষ্যতে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।