
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম

আইটি ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ইউরোপের গবেষকরা এক নতুন যুগান্তকারী স্বচ্ছ সৌর প্যানেল উদ্ভাবন করেছেন, যা সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম। ‘সিটিসোলার’ প্রকল্পের অধীনে পরিচালিত গবেষণায় এ প্যানেলটি তৈরি করা হয়েছে, যা আকাশচুম্বী ভবনগুলোর কাচের জানালা বা দেওয়ালকে কার্যকর সৌরবিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করতে পারে। গবেষকরা পেরোভস্কাইট ও জৈব সৌর কোষের সংমিশ্রণে ১২.৩% কার্যকারিতা অর্জন করেছেন, যা প্রচলিত সৌর প্যানেলের কাছাকাছি। এ উদ্ভাবন সৌর কোষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অর্থাৎ স্বচ্ছতা ও কার্যকারিতার ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছে। প্রধান গবেষক অধ্যাপক মর্টেন ম্যাডসেন জানিয়েছেন, এ প্রযুক্তি ভবন নির্মাণ শিল্পে বিপ্লব ঘটাবে। বিশেষ কাঠামোর প্রয়োজন ছাড়াই আধুনিক কাচের ভবনগুলোকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের সুযোগ করে দেবে। স্বচ্ছ সৌর কোষ নিয়ার ইনফ্রারেড ও নিয়ার আল্ট্রাভায়োলেট আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, ফলে দৃশ্যমান বর্ণালী সহজেই প্রবেশ করতে পারে। সাশ্রয়ী উপাদান ব্যবহারের কারণে এটি বাণিজ্যিকভাবে সম্ভাবনাময়। এ উদ্ভাবন নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন বাজার তৈরির পথ সুগম করবে।