
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম

আইটি ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ


ব্র্যাক ইউনিভার্সিটির ইনোভেশন হাবে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ডিজিটাল উদ্যোক্তা তৈরির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ হাইটেক পার্কের ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক মঞ্জুর মোঃ শাহরিয়ার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি ইনোভেশন হাবের কার্যক্রম পরিদর্শন করেন এবং স্টার্টআপ তৈরির কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া শোনার পাশাপাশি তিনি তাদের এগিয়ে যাওয়ার উপায় নিয়ে পরামর্শ প্রদান করেন। উপাচার্য ফারহাত আনোয়ার বলেন, ‘প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত করা জরুরি। সরকার ও বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টা তাদের উদ্ভাবক ও উদ্যোক্তা হিসাবে গড়ে তুলবে।’
এ মতবিনিময় উদ্যোক্তাবৃত্তির বিকাশ ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গঠনে এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।