Logo
Logo
×

আইটি বিশ্ব

যুক্তরাষ্ট্রে সরকারি ডিভাইসে ডিপসিক নিষিদ্ধ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি তাদের কর্মীদের চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ডিপসিক’ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি সরঞ্জামে এ মডেল ব্যবহার করা যাবে না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ই-মেইল বার্তার মাধ্যমে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা সরকারি নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় সরকারি সরঞ্জামে ডিপসিকসংক্রান্ত অ্যাপ ডাউনলোড, ওয়েবসাইট ভিজিট এবং এর কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। তবে বাণিজ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং এটি কতদিন বলবৎ থাকবে সে বিষয়েও নিশ্চিত করা হয়নি।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। এর আগেও যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে হুয়াওয়ে ও টিকটকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ডিপসিকও সে একই ধরনের নজরদারির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য এআই মডেলের তুলনায় ডিপসিক তুলনামূলক সাশ্রয়ী এবং কার্যকর, যা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই চলতি বছরের জানুয়ারিতে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা দেয়।

এআই মডেলটি ব্যবহারের ফলে ডাটা গোপনীয়তা লঙ্ঘন ও সংবেদনশীল সরকারি তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মার্কিন কর্মকর্তারা ও কংগ্রেসের সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন। ইতোমধ্যে ভার্জিনিয়া, টেক্সাস ও নিউইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে সরকারি ডিভাইসে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া ২১টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি জোট কংগ্রেসকে এ বিষয়ে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দেশ এখন এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে। যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা ভবিষ্যতে আরও কঠোর নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে, যা আন্তর্জাতিক প্রযুক্তি খাতে বড় প্রভাব ফেলতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম