অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্টের বিদায়

আইটি ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিদায় নিতে চলেছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ২০২৫ সালের মধ্যে গুগল তার নতুন এআই মডেল ‘জেমিনি’কে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে চালু করবে, যা স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত হবে। ফলে গুগল অ্যাসিস্ট্যান্টের দিন ফুরিয়ে আসছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। গুগলের ঘোষণায় বলা হয়েছে, শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেট, স্মার্টওয়াচ, গাড়ির সফটওয়্যার, হেডফোনসহ অন্যান্য সংযুক্ত ডিভাইসেও জেমিনি চালু করা হবে। এমনকি আইওএস প্ল্যাটফর্মেও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। যদিও গুগল বর্তমানে স্মার্ট হোম ডিভাইসে খুব বেশি মনোযোগ দিচ্ছে না, তবে স্পিকার, ডিসপ্লে ও স্ট্রিমিং ডিভাইসের জন্য জেমিনিভিত্তিক নতুন অভিজ্ঞতা আনার পরিকল্পনা করছে। তবে কিছু নির্দিষ্ট ডিভাইসে এখনো গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। বিশেষ করে যেসব ডিভাইসে অন্তত অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ ও ২ জিবি র্যাম রয়েছে, সেখানে এ অ্যাসিস্ট্যান্ট সচল থাকবে। কিন্তু পুরোনো ও অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীদের বিদায় জানাতে হবে ক্ল্যাসিক গুগল অ্যাসিস্ট্যান্টকে। গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল।
পিক্সেল ৯ সিরিজে জেমিনিকে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট করা হয়েছিল, যা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেয়। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ থেকে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে।