ফ্রান্স ছাড়ার অনুমতি পেল টেলিগ্রাম সিইও পাভেল দুরভ

আইটি ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টেলিগ্রামের সহপ্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ অবশেষে ফ্রান্স ছাড়ার অনুমতি পেয়েছেন। গত বছরের আগস্টে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে গ্রেফতার হওয়ার পর তিনি সম্প্রতি দুবাই ফিরে গেছেন। ফরাসি আদালতের শর্তানুযায়ী, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিনি ফ্রান্সের বাইরে থাকতে পারবেন। ফরাসি কর্তৃপক্ষ টেলিগ্রাম ব্যবহার করে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে দুরভের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। তার বিরুদ্ধে শিশুনির্যাতন, মাদকদ্রব্য, প্রতারণা, অস্ত্র বিক্রি ও ভাড়াটে খুনিদের নিয়োগের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে দুরভ দাবি করেছেন, টেলিগ্রাম কখনোই আইনি বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়নি। বর্তমানে টেলিগ্রামের ৯০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যা একে বিশ্বের শীর্ষ মেসেজিং অ্যাপগুলোর একটি করে তুলেছে। ২০২৫ সালে প্ল্যাটফর্মটি ৬১ লাখেরও বেশি গ্রুপ ও চ্যানেল বন্ধ করেছে, যার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও শিশুনির্যাতনের কনটেন্টও রয়েছে।
গ্রেফতারের পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে #FreePavel আন্দোলন শুরু হয়, যেখানে ইলন মাস্কও তার সমর্থন জানান। ২০২১ সালে ফরাসি নাগরিকত্ব পাওয়া দুরভকে বিশ্বমঞ্চে অবদান রাখা একজন প্রযুক্তিবিদ হিসাবে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।