পাবলিক ক্লাউড পরিষেবায় ব্যয় বাড়ছে

আইটি ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পাবলিক ক্লাউড খাতে ২০২৪ সালে ২৫ হাজার কোটি ডলার ব্যয়ের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা আইডিসি।
গত বছরের তুলনায় এশিয়ায় ক্লাউড খরচের বৃদ্ধি দ্রুত হবে এবং এটি ২০২৪ সালের পরিসংখ্যানকে ছাড়িয়ে যাবে। আইডিসির তথ্যমতে, ২০২৫ সালের মধ্যে এ খাতে খরচ বেড়ে ২৫০ বিলিয়ন ডলার ছুঁতে পারে এবং ২০২৮ সালের মধ্যে প্রতি বছর ১৪ দশমিক ২ শতাংশ হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ক্লাউড কম্পিউটিংয়ের দ্রুত প্রবৃদ্ধির পেছনে অন্যতম কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তরের দিকে অব্যাহত মনোযোগ। বিশেষজ্ঞরা জানান, ক্লাউড প্রযুক্তি এখন শুধু ডাটা স্টোরেজ বা কাজ স্থানান্তরের মাধ্যম নয়, বরং এআই প্রকল্প ও স্মার্ট সমাধান তৈরির জন্য অপরিহার্য অবকাঠামো হিসাবে বিবেচিত হচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন ক্লাউড-ভিত্তিক এআই পরিষেবা ব্যবহার করে উন্নত অ্যাপ্লিকেশন তৈরি ও চালু করতে পারছে, যা তাদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করছে। তবে, এই দ্রুত প্রবৃদ্ধির সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন ডাটার মালিকানা ও ব্যবহারের অধিকার, স্থানীয় আইন মেনে চলা, এবং দক্ষ এআই পেশাদারের অভাব। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ক্লাউড পরিষেবা প্রদানকারীরা স্থানীয় ডাটা সেন্টার নির্মাণ ও প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করছে। বিশ্বব্যাপী ক্লাউড খাতে এ বছর ৭২ হাজার কোটি ডলার ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ বেশি।