Logo
Logo
×

আইটি বিশ্ব

নাসা-স্পেসএক্স মিশন স্থগিত

অনিশ্চয়তায় দুই নভোচারীর ফেরা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবারও বিলম্ব হলো আটকে থাকা দুই নভোচারীর পৃথিবীতে ফেরার মিশন। নাসা ও স্পেসএক্স-এর যৌথ অভিযানে ব্যবহৃত ফ্যালকন ৯ রকেটের উৎক্ষেপণ হাইড্রোলিক সমস্যার কারণে স্থগিত হয়েছে।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের কথা থাকলেও রকেটটির বাহুর একটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইঞ্জিনিয়াররা সমস্যাটি সমাধানে কাজ করছেন, তবে উৎক্ষেপণের নতুন সময় নির্ধারিত হয়নি। যদিও বৃহস্পতিবার আবার উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ মিশনের লক্ষ্য ছিল চারজন নতুন ক্রু সদস্যকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো এবং ফিরতি যাত্রায় সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরানো। গত বছরের জুনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে আইএসএসে পৌঁছানো দুই নভোচারীর থ্রাস্টার ত্রুটির কারণে পৃথিবীতে ফেরা অনিরাপদ হয়ে পড়ে। আট দিনের মিশনে গিয়েও তারা নয় মাসের বেশি সময় ধরে মহাকাশ স্টেশনে আটকে আছেন, যেখানে তারা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও রক্ষণাবেক্ষণের কাজে সহায়তা করেছেন। স্পেসএক্সের এ মিশন সফল হলে কয়েক দিনের মধ্যেই উইলিয়ামস ও উইলমোর পৃথিবীতে ফিরতে পারতেন। তবে উৎক্ষেপণের সময় রকেটের বাহু ঠিকমতো খুলবে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় মিশন স্থগিত করতে হয়েছে। স্পেসএক্স এখনো ঘোষণা দেয়নি, সমস্যাগুলো সমাধান হয়েছে কি না। তবে পরবর্তী উৎক্ষেপণের সম্ভাবনা থাকায় নভোচারীদের ফিরে আসার আশা এখনো জিইয়ে আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম