Logo
Logo
×

আইটি বিশ্ব

গুগলের নতুন এআই মডেল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোবট শিল্পের দ্রুত বিকাশের পথে নতুন মাইলফলক স্থাপন করল গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের জেমিনি ২.০ এআই মডেলের ওপর ভিত্তি করে দুটি বিশেষ এআই মডেল উন্মোচন করেছে, যা রোবটিক্স খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। নতুন মডেলগুলোর মধ্যে ‘জেমিনি রোবটিক্স’ উন্নত ভিশন-ভাষা-ক্রিয়া মডেল হিসাবে কাজ করবে। এটি রোবটকে শারীরিক কার্যক্রমের মাধ্যমে আউটপুট প্রদানে সক্ষম করবে। অন্যদিকে, ‘জেমিনি রোবটিক্স-ইআর’ মডেল রোবটকে চারপাশের পরিবেশ বুঝতে ও উন্নত যুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করবে। বিশেষ করে কারখানা ও গুদাম ব্যবস্থাপনায় ব্যবহৃত রোবটগুলোর জন্য এ মডেলগুলো অত্যন্ত কার্যকর হবে। গুগল তাদের আলোহা ২ প্ল্যাটফর্মে নতুন এ মডেলগুলোর কার্যকারিতা পরীক্ষা করেছে। এ প্রযুক্তি অ্যাপট্রনিকের অ্যাপোলো রোবটের মতো জটিল ক্ষেত্রে ব্যবহারের উপযোগী।

বিশেষজ্ঞরা মনে করছেন, গুগলের এ নতুন প্রযুক্তি রোবট নির্মাতাদের উন্নয়ন ব্যয় কমিয়ে দ্রুত বাজারে প্রবেশের সুযোগ করে দেবে। গুগলের এ পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন রোবটিক্স স্টার্টআপ ফিগার এআই, ওপেনএআই-এর সঙ্গে তাদের অংশীদারত্ব বাতিল করেছে। বিশ্লেষকদের মতে, গুগলের এ উদ্ভাবন রোবটিক্স শিল্পে প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করবে এবং প্রযুক্তি খাতে এক বিপ্লব সৃষ্টি করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম