Logo
Logo
×

আইটি বিশ্ব

ইন্টেলের নতুন সিইও লিপ-বু টান

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের নতুন সিইও হিসাবে চিপ শিল্পের অভিজ্ঞ ব্যক্তি লিপ-বু টানকে নিয়োগ দিয়েছে। বুধবার এ ঘোষণা আসার পরই বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে, যার ফলে ইন্টেলের শেয়ারমূল্য ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৮ মার্চ থেকে লিপ-বু টান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তিনি ইন্টেলের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন, কিন্তু কৌশলগত মতবিরোধের কারণে সরে দাঁড়িয়েছিলেন। এবার নেতৃত্বে ফিরে এসে তিনি ইন্টেলকে আবার শীর্ষস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে এনভিডিয়া এবং এএমডির মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তুলনায় ইন্টেল পিছিয়ে রয়েছে। কোম্পানিটি তাদের চিপ উৎপাদন ব্যবসার পুনর্গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় ফিরতে চাইছে। বিশ্লেষকদের মতে, লিপ-বু টানের অভিজ্ঞতা ইন্টেলের দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়ক হবে এবং কোম্পানির জন্য নতুন দিক উন্মোচন করবে। টান আগে ক্যাডেন্স ডিজাইন সিস্টেমসের সিইও ছিলেন, যেখানে তার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছিল। এবার ইন্টেলে তার প্রধান চ্যালেঞ্জ হবে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান পুনরুদ্ধার করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম