ঈদ উৎসবকে আরও আনন্দময় করতে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান বিউটি বুথ নিয়ে এসেছে চমকপ্রদ র্যাফেল ড্র অফার। এখন ১২০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই মিলবে র্যাফেল কুপন, আর সেই কুপনের মাধ্যমে সুযোগ থাকছে আইফোন ১৬ প্রো ম্যাক্স, এয়ার কন্ডিশনার, ডিজাইনার ব্যাগ, বিলাসবহুল পারফিউমসহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার। ১৫ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে অংশ নিতে হলে গ্রাহকদের বিউটি বুথের ওয়েবসাইট (www.beautybooth.com.bd) বা রামপুরা আউটলেট থেকে পণ্য ক্রয় করতে হবে। প্রতিটি অর্ডারের জন্য মিলবে একটি করে কুপন, যা সংরক্ষণ করা হবে লটারির জন্য। ঈদের পর ভাগ্যবান ৪৫ জন বিজয়ী নির্বাচিত হয়ে পাবেন দারুণ সব পুরস্কার। বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, ‘আমাদের লক্ষ্য গ্রাহকদের ঈদের আনন্দ দ্বিগুণ করা। অথেনটিক স্কিন কেয়ার পণ্য নিশ্চিতের পাশাপাশি আমরা নিয়মিত বিশেষ অফারও দিচ্ছি।’ কোরিয়ান, জাপানি, মালয়েশিয়ান ও তুর্কি কসমেটিক্স সরবরাহকারী বিউটি বুথ ইতোমধ্যেই প্রসাধনী প্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই দেরি না করে আজই পছন্দের পণ্য কিনে হয়ে যান বিজয়ী!