Logo
Logo
×

আইটি বিশ্ব

টেকসই স্মার্টফোন এ৫ প্রো

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের বাজারে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী স্মার্টফোন উন্মোচন করল অপো। মিডরেঞ্জের নতুন ডিভাইস ‘অপো এ৫ প্রো’ নিয়ে এসেছে ‘অলরাউন্ড’ পারফরম্যান্স ও উন্নত ফিচার।

ডিভাইসটির প্রধান আকর্ষণের টেকসই ডিজাইন। বুয়েটের ‘টপ রেটেড’ ওয়াটার রেজিস্ট্যান্স ও ড্রপ টেস্টে উত্তীর্ণ এ ফোনটি আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ সার্টিফিকেশন পেয়েছে, যা পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম। স্মার্টফোনটির ক্যামেরা সেটআপেও থাকছে উন্নতি। ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এআই প্রযুক্তির সাহায্যে ছবি সম্পাদনার সুবিধাও মিলবে। এতে রয়েছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং, যা মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরো চার্জ করে ফেলে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে র‌্যাম এক্সপ্যানশন ফিচার পারফরম্যান্সকে আরও উন্নত করেছে। অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাবে ‘অপো এ৫ প্রো’, যার মূল্য ২৩,৯৯০ টাকা। প্রি-অর্ডারে থাকছে পোর্টেবল মিনি স্পিকার ও দুই বছরের ওয়ারেন্টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম