Logo
Logo
×

আইটি বিশ্ব

ওপেনএআই থেকে সরে দাঁড়াচ্ছে মাইক্রোসফট

মাইক্রোসফটের নতুন এআই মডেল ‘এমএআই’ ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করতে এবার নিজস্ব এআই মডেল উন্নয়নের পথে হাঁটছে মাইক্রোসফট। এতদিন ওপেনএআইয়ের সহযোগিতায় এআই খাতে বিপুল বিনিয়োগ করলেও, এখন প্রতিষ্ঠানটি নিজস্ব প্রযুক্তি বিকাশের দিকে মনোযোগ দিচ্ছে। তাদের নতুন মডেল ‘এমএআই’ ইতোমধ্যে পরীক্ষার পর্যায়ে রয়েছে, যা ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের বিকল্প হতে পারে।

ওপেনএআইয়ের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা

২০২৩ সালে মাইক্রোসফট যখন তাদের ৩৬৫ কোপাইলট উন্মোচন করে, তখন এটি ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের ওপর নির্ভরশীল ছিল। তবে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যয় এবং নিয়ন্ত্রণের প্রশ্নে মাইক্রোসফট এখন বিকল্প পথ খুঁজছে। সূত্র জানায়, প্রতিষ্ঠানটি কোপাইলটে ওপেনএআইয়ের পরিবর্তে তাদের নিজস্ব মডেল যুক্ত করার পরিকল্পনা করছে, যা ব্যয় কমাতে সহায়ক হবে।

এমএআই : নতুন প্রতিযোগী

মাইক্রোসফটের নতুন এআই মডেল ‘এমএআই’ ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এটি উন্নত রিজনিং ক্ষমতাসম্পন্ন, যা ‘চেইন অব থট’ কৌশল ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করতে পারে। প্রতিষ্ঠানটির এআই ডিভিশনের প্রধান মুস্তাফা সুলেমানের নেতৃত্বে তৈরি এ মডেল ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ মডেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম বলে মনে করা হচ্ছে।

উত্তেজনার আভাস

মাইক্রোসফট ও ওপেনএআইয়ের সম্পর্ক এতদিন মধুর থাকলেও, সম্প্রতি কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে। ওপেনএআই তাদের রিজনিং মডেল ‘I1’ সম্পর্কিত তথ্য মাইক্রোসফটকে দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দেয়। অন্যদিকে, মাইক্রোসফট এখন এক্সএআই, মেটা ও ডিপসিকের মতো বিভিন্ন এআই মডেল পরীক্ষা করছে, যা ভবিষ্যতে কোপাইলটে ব্যবহৃত হতে পারে।

ভবিষ্যতের পরিকল্পনা

মাইক্রোসফটের টিম বর্তমানে এমএআই মডেলগুলোর কার্যকারিতা মূল্যায়ন করছে এবং ভবিষ্যতে এগুলো ডেভেলপারদের জন্য এপিআই আকারে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে অন্যান্য প্রতিষ্ঠান সহজেই মাইক্রোসফটের তৈরি এআই মডেল তাদের অ্যাপে সংযুক্ত করতে পারবে।

এ পরিবর্তন মাইক্রোসফটের এআই কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। তারা শুধু ওপেনএআইয়ের অংশীদার হিসাবেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং সরাসরি প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে। এআই দুনিয়ায় মাইক্রোসফটের নতুন এই কৌশল কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম