Logo
Logo
×

আইটি বিশ্ব

মহাকাশ অভিযানে নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের দ্বিতীয় বিস্ফোরণ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্পেসএক্সের উচ্চাভিলাষী প্রকল্প স্টারশিপ আবারও উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতির দিনে টেক্সাস থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ‘দ্রুত অনির্ধারিতভাবে বিচ্ছিন্ন’ হয়ে যায়। এরপর মহাকাশযানটির ধ্বংসাবশেষ ক্যারিবিয়ান সাগরের বিভিন্ন দ্বীপে ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

৪০৩ ফুট উচ্চতার এ রকেটটি এক ঘণ্টার মতো উড্ডয়নের পর ভারত মহাসাগরের উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে প্রবেশের কথা ছিল। তবে কয়েকটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ফ্লোরিডার বেশ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

স্পেসএক্স জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ দল ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং মূল কারণ চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণে ব্যর্থতা অস্বাভাবিক নয়, বরং ভবিষ্যতের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে।

তবে, দ্বিতীয়বারের মতো স্টারশিপের ব্যর্থতা স্পেসএক্সের মহাকাশ অভিযানের পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইলন মাস্ক এখনো কোনো মন্তব্য না করলেও, স্পেসএক্সের পরবর্তী পদক্ষেপ নিয়ে মহাকাশ গবেষণা মহলে কৌতূহল বেড়েছে। এ ব্যর্থতা কি ভবিষ্যতের মঙ্গল ও চাঁদ মিশনের পরিকল্পনাকে প্রভাবিত করবে? নাকি স্পেসএক্স দ্রুত সমস্যার সমাধান করে আরও শক্তিশালীভাবে ফিরে আসবে? এখন সবার নজর তাদের পরবর্তী পদক্ষেপের দিকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম