Logo
Logo
×

আইটি বিশ্ব

অ্যামাজনের গেমলিফট স্ট্রিমস চালু

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গেম ডেভেলপারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)। সম্প্রতি তারা ‘গেমলিফট স্ট্রিমস’ নামে একটি গেম স্ট্রিমিং পরিষেবা চালু করেছে, যা স্মার্ট টিভি, ফোন, ট্যাবলেট ও পিসিতে গেম খেলার অভিজ্ঞতা আরও উন্নত করবে।

গেমলিফট স্ট্রিমস WebRTC স্ট্যান্ডার্ড সমর্থন করে, যা দ্রুত এবং কম বিলম্বের (লো-ল্যাটেন্সি) স্ট্রিমিং নিশ্চিত করবে। অ্যামাজনের ইমারসিভ টেকনোলজিস বিভাগের জেনারেল ম্যানেজার ক্রিস লি জানিয়েছেন, ইলেকট্রনিক আর্টস ও টেক-টু ইন্টারঅ্যাক্টিভের মতো বড় প্রতিষ্ঠান গেম উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে। নতুন এ পরিষেবা তাদের কাজ আরও সহজ করবে। জনপ্রিয় গেম ডেভেলপার জ্যাকবক্স গেমস তাদের জনপ্রিয় গেম Quiplash ও Fibbage স্ট্রিমিংয়ের জন্য গেমলিফট স্ট্রিমস ব্যবহার করবে। প্রতিষ্ঠানটির প্রযুক্তি প্রধান ইভান জ্যাকোভার জানিয়েছেন, তারা নিজস্ব স্ট্রিমিং প্রযুক্তি তৈরি করতে চেয়েছিলেন, তবে অ্যামাজনের এ সুবিধার কথা জানার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম