Logo
Logo
×

আইটি বিশ্ব

নিরাপত্তা শঙ্কায় টেলিগ্রাম বন্ধ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাশিয়ার দাগেস্তান ও চেচনিয়া অঞ্চলে টেলিগ্রাম মেসেঞ্জার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দাগেস্তানের ডিজিটাল উন্নয়ন মন্ত্রী ইউরি গামজাতভ জানান, নিরাপত্তা শঙ্কার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুশ সংবাদ সংস্থা টাস জানায়, ২০২৩ সালের অক্টোবরে দাগেস্তানের মাখাচকালা বিমানবন্দরে ঘটে যাওয়া দাঙ্গার ঘটনায় টেলিগ্রামের ভূমিকা ছিল। ইসরায়েল থেকে আসা ফ্লাইটের যাত্রীদের ওপর হামলার চেষ্টার পেছনে প্ল্যাটফর্মটির কিছু চ্যানেলের উসকানিমূলক প্রচারণা দায়ী ছিল বলে অভিযোগ ওঠে। যদিও টেলিগ্রাম পরে সেসব চ্যানেল ব্লক করার ঘোষণা দেয়, তবুও রাশিয়ার কর্তৃপক্ষ সতর্ক অবস্থান নেয়।

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ নিজেও রাশিয়ায় জন্ম নিলেও, বর্তমানে দুবাইভিত্তিক এ মেসেঞ্জার বিশ্বব্যাপী জনপ্রিয়। বিশেষ করে রাশিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২০১৮ সালেও রাশিয়া টেলিগ্রাম বন্ধের চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এবার দাগেস্তানে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হলেও ভবিষ্যতে প্ল্যাটফর্মটি পুনরায় চালু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন গামজাতভ। তবে আপাতত তিনি ব্যবহারকারীদের বিকল্প মেসেঞ্জার ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম