আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে র্যাংগস ই-মার্ট নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি এক্সট্রিমলি বেশি’, যেখানে থাকছে দারুণ সব অফার ও আকর্ষণীয় পুরস্কার। ৯ মার্চ, র্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, সিওও ইরাজ এইচ. সিদ্দিকী, হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। ক্যাম্পেইন সম্পর্কে ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘ঈদের আনন্দ আরও বাড়াতে আমরা গ্রাহকদের জন্য দিচ্ছি আকর্ষণীয় অফার ও সারপ্রাইজ। আমাদের লক্ষ্য, গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলা।’
এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা পাবেন সর্বোচ্চ ৫৩ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়, ২৪ মাস পর্যন্ত ফ্রি ইএমআই, ফ্রি গিফট ও এক্সচেঞ্জ অফার। এছাড়া রয়েছে GL OLED TV (মূল্য ৪,৪৯,০০০ টাকা) জেতার সুযোগ! ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ইস্টার্ন ব্যাংক ও লংকাবাংলা ব্যাংকের কার্ডে ১০ শতাংশ এবং ব্যাংক এশিয়ার কার্ডে ৭ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে (শর্ত প্রযোজ্য)। ক্রেতারা আরও উপভোগ করবেন বিনামূল্যে ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে ভিজিট করুন rangsemart.com.bd।