Logo
Logo
×

আইটি বিশ্ব

টেক টুকরো

নতুন রূপে ফিরল অ্যামাজনের অ্যালেক্সা

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অ্যামাজন তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্টের নতুন সংস্করণ ‘অ্যালেক্সা প্লাস’ উন্মোচন করেছে। ২০২২ সালে বন্ধ হওয়ার পর এটি আবারও বাজারে ফিরল। নিউ ইয়র্কে আয়োজিত এক ইভেন্টে জানানো হয়, এটি ব্যবহারকারীদের নতুন ডিজিটাল বন্ধু হিসাবে কাজ করবে। প্রাইম সদস্যরা মার্চ থেকে এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, তবে অন্য ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন ফি ১৯.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। অ্যালেক্সা প্লাস স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, ক্যামেরার লাইভ ফুটেজ দেখা, নথি বিশ্লেষণ ও সারসংক্ষেপ করতে সক্ষম।

অ্যামাজনের ডিভাইস বিভাগের প্রধান পানোস পানায় জানিয়েছেন, নতুন ‘নো মোর অ্যালেক্সা স্পিক’ ফিচার ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বতঃস্ফূর্ত আলাপ চালানোর সুযোগ দেবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম