Logo
Logo
×

আইটি বিশ্ব

পাঠক প্রিয়তার শীর্ষে রাহিতুলের ‘ফ্রিল্যান্সার গড়ার কারিগর’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাঠক প্রিয়তার শীর্ষে রাহিতুলের ‘ফ্রিল্যান্সার গড়ার কারিগর’

শামীম হুসাইন, যিনি তার চাকরি ছেড়ে গ্রামে ফিরে তরুণ-তরুণীদের তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তুলেছেন, তার জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে লেখা হয়েছে উপন্যাস ‘শামীম হুসাইন : ফ্রিল্যান্সার গড়ার কারিগর’। রাহিতুল ইসলামের লেখা এ উপন্যাসে শামীমের সংগ্রাম, স্বপ্ন এবং সমাজ পরিবর্তনের অঙ্গীকার উঠে এসেছে। শামীমের জীবনের গল্প যেন এক উপন্যাসের মতো, যেখানে তিনি হাজার হাজার তরুণকে স্বাবলম্বী করে তুলেছেন। এখন তারা বৈদেশিক মুদ্রা উপার্জন করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ বইটি ইতোমধ্যে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বইমেলায় যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। বইটি গ্রন্থিক প্রকাশনীর ১০৩-১০৫নং স্টলে পাওয়া যাচ্ছে, পাশাপাশি অনলাইনেও খুব ভালো সাড়া মিলছে। লেখক রাহিতুল ইসলাম শামীমের জীবনকে উপজীব্য করে যে উপন্যাস রচনা করেছেন, তা তরুণ-তরুণীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম