বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগে মেটা

আইটি ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা (ফেসবুকের প্যারেন্ট কোম্পানি) পাঁচ মহাদেশজুড়ে সাবমেরিন কেবল স্থাপনের জন্য একটি নতুন প্রকল্প শুরু করেছে, যার নাম ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’। এটি ৫০ হাজার কিলোমিটার (৩১ হাজার ৭০ মাইল) দীর্ঘ হবে, এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ ২৪-ফাইবার পেয়ার সাবমেরিন কেবল হিসাবে পরিচিতি পাবে। কেবলটি যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং অন্য অঞ্চলের মধ্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন করবে।
প্রজেক্ট ওয়াটারওয়ার্থের প্রধান লক্ষ্য হলো ইন্টারনেট সংযোগের গতি এবং স্থায়িত্ব বৃদ্ধি করা, যা মেটার গ্লোবাল পরিষেবাগুলোর (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ) কার্যক্রমে সহায়ক হবে। কেবলটির জন্য অত্যাধুনিক রাউটিং সিস্টেম এবং প্রযুক্তি ব্যবহার করা হবে, যা সমুদ্রের গভীরে সাত হাজার মিটার (২৩ হাজার ফুট) গভীরতায় স্থাপন করা সম্ভব করবে। এছাড়া কেবলটির উপকূলবর্তী অগভীর পানি এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে সুরক্ষা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হবে।
এটি মেটার প্রথম সম্পূর্ণ মালিকানাধীন সাবমেরিন কেবল প্রকল্প এবং এটি একটি মাল্টি-বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এটি বিশ্বের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য ডিজিটাল অগ্রগতির চাহিদা মেটাতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রকল্পের মাধ্যমে ইন্টারনেটের গতি ও নির্ভরযোগ্যতা ব্যাপকভাবে উন্নত হবে।