চিপশিল্পে এক রাষ্ট্রের নিয়ন্ত্রণের চায়না তাইওয়ান

আইটি ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তাইওয়ানের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা উ চেং-ওয়েন সেমিকন্ডাক্টর শিল্পে একক কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে চিপশিল্পের আধিপত্যের জন্য সমালোচনা করার পর তিনি এ মন্তব্য করেন। উ চেং-ওয়েন জানান, সেমিকন্ডাক্টর শিল্প অত্যন্ত জটিল এবং এতে বিভিন্ন দেশের শ্রম বিভাজন ও দক্ষতা প্রয়োজন। তিনি উদাহরণ দেন, যেমন জাপান রাসায়নিক ও সরঞ্জাম তৈরিতে দক্ষ, যুক্তরাষ্ট্র ডিজাইন এবং উদ্ভাবনী প্রযুক্তিতে পারদর্শী, এবং তাইওয়ান চিপ উৎপাদনে বিশ্ব নেতা। তিনি আরও বলেন, তাইওয়ান সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা করতে প্রস্তুত এবং গণতান্ত্রিক দেশগুলোকে তাদের যথাযথ ভূমিকা পালনে সহায়তা করবে। সেমিকন্ডাক্টর শিল্পের এ সাফল্য কোনো একক দেশ থেকে পাওয়া যায়নি, বরং এটি আন্তর্জাতিক সহযোগিতার ফল।