
প্রিন্ট: ১৪ মার্চ ২০২৫, ০৫:২১ এএম

আইটি ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণা এবং উন্নয়নে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই এবার জার্মানির মিউনিখে তাদের নতুন অফিস চালুর ঘোষণা দিয়েছে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি সেখানে কার্যক্রম শুরু করবে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, ‘জার্মানি প্রযুক্তিগত দক্ষতা, একাডেমিক উৎকর্ষতা এবং শিল্প উদ্ভাবনের জন্য বিশ্ববিখ্যাত। সেখানে আমাদের উপস্থিতি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে আরও বিস্তৃত করবে।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপে ওপেনএআই-এর সবচেয়ে বেশি ব্যবহারকারী, পেইড সাবস্ক্রাইবার এবং API ডেভেলপার রয়েছে জার্মানিতেই। তাই দেশটিতে কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। এরই ধারাবাহিকতায় মিউনিখে অফিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে, ওপেনএআই মূলত গো-টু-মার্কেট, গ্লোবাল অ্যাফেয়ার্স এবং যোগাযোগ সংশ্লিষ্ট পদে নিয়োগ দেবে। তবে কতজন কর্মী নিয়োগ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।