Logo
Logo
×

আইটি বিশ্ব

মার্সিডিজ বেঞ্জের ইলেকট্রিক জি-ওয়াগন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্সিডিজ বেঞ্জের লিজেন্ডারি জি-ওয়াগনের ইলেকট্রিক সংস্করণ জি৫৮০ এডিশন ওয়ান এখন বাংলাদেশে। দেশের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র‌্যানকন মোটরস লিমিটেড আনুষ্ঠানিকভাবে এ ফ্ল্যাগশিপ ইভি উন্মোচন করেছে। এ জি৫৮০ এডিশন ওয়ান মার্সিডিজ বেঞ্জের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক জি-ওয়াগন, যা অফ-রোড পারফরম্যান্স ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ। এতে রয়েছে চারটি পৃথক মোটর, যা সম্মিলিতভাবে ৫৮৭ পিএস শক্তি ও ১১৬৪ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়ির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে জি-রোয়ার, জি-টার্ন ও জি-স্টিয়ারিং, যা অফ-রোডিং অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে। ঢাকার এক অনাড়ম্বর আয়োজনে নতুন এ গাড়ি উন্মোচন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম