মেটার গণছাঁটাই ও দ্রুত নিয়োগ

আইটি ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম আগামী সপ্তাহে একটি নতুন গণছাঁটাই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। শুক্রবার রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ মেমো অনুসারে, ৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হবে। তবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের কর্মীরা স্থানীয় বিধিনিষেধের কারণে এ প্রক্রিয়ার বাইরে থাকবেন। ছাঁটাইয়ের পাশাপাশি মেটা কিছু গুরুত্বপূর্ণ পদে দ্রুত নিয়োগের উদ্যোগও নিয়েছে। মনিটাইজেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট পেং ফ্যান কর্মীদের মেশিন লার্নিং প্রকৌশলীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পদে নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন। নিয়োগ কার্যক্রম ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে। মেটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা জানেল গেল এ ছাঁটাইকে ‘পারফরম্যান্স টার্মিনেশন’ হিসাবে বর্ণনা করেছেন।