Logo
Logo
×

আইটি বিশ্ব

সীমিত হচ্ছে মেটার ঝুঁকিপূর্ণ প্রযুক্তি উন্নয়ন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে নতুন নীতিমালা চালু করেছে মেটা। কোম্পানিটি তাদের ‘ফ্রন্টিয়ার এআই ফ্রেমওয়ার্ক’ নীতির মাধ্যমে ঝুঁকিপূর্ণ এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করেছে। এ নীতির অধীনে, মেটা দুই ধরনের এআই ব্যবস্থাকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছে-‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ও ‘গুরুতর ঝুঁকিপূর্ণ’। উচ্চ ঝুঁকির প্রযুক্তিগুলো সাইবার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বা রাসায়নিক ও জৈবিক আক্রমণ সহজ করতে পারে, তবে সেগুলো নির্ভরযোগ্যভাবে কার্যকর নাও হতে পারে। অন্যদিকে, গুরুতর ঝুঁকিপূর্ণ এআই এমন প্রযুক্তি, যা ‘অপরিবর্তনীয় বিপর্যয়’ ডেকে আনতে পারে। মেটার সিদ্ধান্ত অনুযায়ী, কোনো এআই প্রযুক্তির ঝুঁকি নির্ধারণে বৈজ্ঞানিক পরীক্ষার পরিবর্তে অভ্যন্তরীণ ও বহিরাগত গবেষকদের মতামত বিবেচনা করা হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ প্রযুক্তিগুলো সীমিত পরিসরে ব্যবহৃত হবে এবং ঝুঁকি কমানোর আগে তা উন্মুক্ত করা হবে না। গুরুতর ঝুঁকিপূর্ণ প্রযুক্তির উন্নয়নই বন্ধ করে দেওয়া হবে। মেটার এই পদক্ষেপ ওপেন এআই ও চীনা প্রতিষ্ঠান ডিপসিকের তুলনায় তাদের তুলনামূলকভাবে উন্মুক্ত দৃষ্টিভঙ্গির সমালোচনার জবাব হিসাবেই দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম