ক্রিপ্টো ব্যবসায় নজর ডোনাল্ড ট্রাম্পের
আইটি ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) ক্রিপ্টো ট্রেডিং ফার্ম বাক্ট কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। রয়টার্স। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পরিচালনাকারী টিএমটিজি পুরোপুরি শেয়ারের মাধ্যমে বাক্ট অধিগ্রহণের পরিকল্পনা করছে বলে জানা গেছে। আলোচনার এ খবরে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের মালিকানা প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ সমর্থিত বাক্টের শেয়ার প্রায় ৬৬ শতাংশ বেড়ে গেছে। যদিও বাজারে অস্থিরতার কারণে শেয়ার লেনদেন সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। এ বিষয়ে বাক্ট এবং টিএমটিজি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এছাড়া ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এ চুক্তি ক্রিপ্টো শিল্পে ট্রাম্পের অংশগ্রহণ আরও দৃঢ় করবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন জানিয়েছেন। এছাড়া ট্রাম্প সম্প্রতি একটি নতুন ক্রিপ্টো উদ্যোগ ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল চালু করেছেন।