প্রতিনিয়ত বাড়ছে ব্লুস্কাই ও থ্রেডসের মধ্যকার প্রতিযোগিতা। গ্রাহকদের আকৃষ্ট করতে থ্রেডসে নতুন নতুন ফিচার যোগ করছে মেটা। এর মধ্যে ব্লুস্কাইয়ের কাস্টম ফিড ফিচারের মতো একটি ফিচারও অন্তর্ভুক্ত করা হচ্ছে। মেটা বর্তমানে টপিকভিত্তিক ফিড তৈরি ও ব্যবস্থাপনার সুযোগ নিয়ে কাজ করছে। খবর এনগ্যাজেট। খবরে বলা হয়, এ নতুন ফিচারটি ব্যবহারকারীদের ফিডে সাধারণ ফিচারের তুলনায় নতুন ও কাস্টমাইজড অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারীরা চাইলে স্কিনকেয়ারসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ফিড তৈরি করতে পারবেন। নির্দিষ্ট টপিকের ফিড তৈরির পর ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট চ্যানেল বা প্রোফাইল যুক্ত করতে পারবেন, যেগুলোর কনটেন্ট ফিডে প্রদর্শিত হবে। জানা গেছে, অ্যাপে সর্বোচ্চ ১২৮টি কাস্টম ফিড যুক্ত করার সুবিধা থাকবে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, ফিচারটি সব ব্যবহারকারীর কাছে এখনো পৌঁছেনি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি অনেকটা ব্ল–স্কাইয়ের কাস্টম ফিড ফিচারের মতো, যা গত বছর চালু করা হয়েছিল।