হোয়াটসঅ্যাপে এলো ‘ড্রাফটস’ ফিচার
আইটি ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অবশেষে ড্রাফট ফিচার চালু করেছে। মেসেজ ড্রাফট নামের এ নতুন ফিচারটি ‘অসম্পূর্ণ মেসেজ খুঁজে বের করার একটি সহজ উপায়’ দেবে। কোনো মেসেজ অসম্পূর্ণ রেখে দিলে সেটির শুরুতে ‘ড্রাফট’ ইন্ডিকেটর দেখতে পাবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ অসমাপ্ত মেসেজগুলো চ্যাট লিস্টের ওপর চলে আসবে, যাতে এগুলো দ্রুত খুঁজে পাওয়া যায়। এ ফিচারটি মূলত অসমাপ্ত মেসেজ সংরক্ষণের জন্য, এর বেশি কিছু নয়। এখন থেকে মেসেজ শেষ করার জন্য আর তাড়াহুড়ার প্রয়োজন নেই। ব্যবহারকারীরা তাদের মনের মতো করে মেসেজ সম্পাদনা করতে পারবেন, যখন ইচ্ছা। হোয়াটসঅ্যাপ সম্প্রতি একাধিক নতুন ফিচার যোগ করেছে। এর মধ্যে রয়েছে কাস্টম লিস্ট ফিচার, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট চ্যাটগুলোকে আলাদা করে রাখার সুযোগ দেবে। এছাড়া নতুন প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা যে কোনো ডিভাইস থেকে সহজে কনট্যাক্ট যোগ করতে পারবেন। এ নতুন ফিচারটি এখন বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ অ্যাপে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।