হোয়াটসঅ্যাপ বেটায় ‘গ্রিন স্ক্রিন’
আইটি ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ব্যবহারকারীরা একটি বড় ত্রুটি বা বাগের সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এ বাগের কারণে চ্যাট বা মেসেজে ক্লিক করার পর স্ক্রিনটি সবুজ হয়ে যায়। এমন পরিস্থিতিতে অ্যাপটি বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
এটি কোনো হার্ডওয়্যার সমস্যা নয় বলে ধারণা করছেন তারা।
এছাড়া বাগটি শুধু অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.২৪.২৪.৫-এ দেখা দিয়েছে। মেটা ভবিষ্যতে আপডেটের মাধ্যমে বাগটি ঠিক করতে পারে বলে প্রত্যাশা অ্যাপ ব্যবহারকারীদের। তবে এখনো এ বিষয়ে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস