
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
তৃতীয় প্রান্তিকে ট্যাবলেট বিক্রি বেড়েছে ২০.৪ শতাংশ

আইটি ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ। এ সময়ে মোট ৩ কোটি ৯৬ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) জিএসএম এরিনা। গতবছরের এ সময়ে ট্যাবলেট বিক্রির পরিমাণ হতাশাজনক হলেও এ বছর ইতিবাচক হিসাবে দেখা গেছে।
মূলত, বেশকিছু ডিভাইস আপডেট হওয়া ও কোম্পানিগুলোর প্রচারণামূলক অনুষ্ঠানের কারণে গত জুলাই-সেপ্টেম্বরে ট্যাবলেট বিক্রি বেড়েছে বলে জানিয়েছে আইডিসি। এ ছাড়াও ছুটির মৌসুমের জন্যও প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি ব্র্যান্ডগুলো। এদিকে ট্যাবলেট বাজারে এআই প্রযুক্তি আরও সাধারণ হয়ে উঠছে। এআই ফিচারগুলো ট্যাবলেটের বাজারে ক্রেতাদের আগ্রহ ফিরিয়ে আনছে। ৩২ শতাংশ শেয়ার নিয়ে বাজারে ট্যাবলেট বিক্রিতে শীর্ষে রয়েছে অ্যাপল। এ সময়ে তাদের ১ কোটি ২৬ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে। এছাড়া ১৮ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং।
এদিকে আবারও শীর্ষ পাঁচে উঠে এসেছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। অ্যাপল ও স্যামসাংয়ের পর ১১ দশমিক ৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে তৃতীয় অবস্থানে আছে কোম্পানিটি। গত সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে অ্যামাজন ট্যাবলেট বিক্রি করেছে ৪৬ লাখ ইউনিট, যা বছরওয়ারি হিসাবে ১১১ দশমিক ৩ শতাংশ বেশি। গত প্রান্তিকের এ সফলতা মূলত অ্যামাজনের প্রাইম ডে অফার থেকে এসেছে। প্রাইম ডে অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য আয়োজিত একটি বার্ষিক শপিং ইভেন্ট, যা সাধারণত জুলাইয়ে অনুষ্ঠিত হয়। এ ইভেন্টে অ্যামাজন বিভিন্ন ধরনের পণ্যের ওপর উল্লেখযোগ্য ছাড় দেয়। ট্যাবলেট বিক্রির দিক থেকে গত প্রান্তিকে যথাক্রমে ৮ দশমিক ২ শতাংশ ও ৭ দশমিক ৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে হুয়াওয়ে ও লেনোভোর অবস্থান শেষ দুইয়ে। আইডিসির মোবিলিটি ও কনজিউমার ডিভাইস ট্র্যাকারের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক অনুরূপা নটরাজ ভবিষ্যতে ট্যাবলেট বিক্রিতে এআইয়ের ভূমিকা নিয়ে বলেন, ‘ট্যাবলেট বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য কোম্পানিগুলোর কাছে বেশকিছু সুযোগ আছে। এরমধ্যে স্কুলের সঙ্গে সহযোগিতা, বিনোদন ও গেমিংয়ে মনোযোগ দেওয়াসহ ডিভাইস সংযোগ উন্নত করা অন্তর্ভুক্ত রয়েছে।