Logo
Logo
×

আইটি বিশ্ব

সুপার এক্সচেঞ্জ অফার

যমুনা ইলেকট্রনিক্সে যে সুবিধা পাবেন ক্রেতা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যমুনা ইলেকট্রনিক্সে যে সুবিধা পাবেন ক্রেতা

ছবি: সংগৃহীত

দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনায় চলছে ‘সুপার এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যে কোনো ব্র্যান্ডের পুরোনো বা ব্যবহৃত, সচল বা অচল ইলেকট্রনিক্স পণ্য বদলে যমুনা ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। সম্প্রতি এক্সচেঞ্জ অফার কার্যক্রম শুরু করেছে জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা ব্র্যান্ডটি। এ অফারের আওতায় ক্রেতা রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, এলইডি টিভি/সিআরটি টিভি বদলে ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনার ফ্রিজ, টিভি কিংবা এসি কিনতে পারবেন।

এছাড়া গ্রাহক পুরোনো এসি বদলে নতুন যমুনা এসি নিলে সর্বোচ্চ ২১ হাজার টাকা ছাড়, পুরোনো ফ্রিজ বদলে নতুন যমুনা ফ্রিজ নিলে সর্বোচ্চ ২৩ হাজার ৬০০ টাকা ছাড় এবং পুরোনো টিভি বদলে নতুন যমুনা এলইডি টিভি নিলে সর্বোচ্চ ২৫ হাজার ৪৬০ টাকা ছাড় পাবেন। পাশাপাশি নতুন কেনা পণ্যের অবশিষ্ট দামের ওপর সর্বোচ্চ ১৩ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ডিজিটাল রেজিস্ট্রেশন করেও মোটরসাইকেল, হোম আপ্ল্যায়েন্সসহ ক্যাশব্যাক জেতার সুযোগ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব যমুনা প্লাজা বা ডিলারশপে এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন গ্রাহকরা।

এ এক্সচেঞ্জ অফার সম্পর্কে যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, ‘যমুনা ইলেকট্রনিক্স দেশের বৃহৎ কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এর আগেও এক্সচেঞ্জ অফার ক্রেতাদের মাঝে বিপুল সাড়া ফেলেছিল। অসংখ্য ক্রেতা তাদের পুরোনো ইলেকট্রনিক্স পণ্য বদলে দেশের এক নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা নিয়েছেন। ক্রেতাদের বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের এ সুপার এক্সচেঞ্জ অফার।’

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম, ডিরেক্টর এইচসিএম বিজনেস অপারেশনস আফসার উদ্দিন, জিএম এইচআর, সার্ভিস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুজাহিদুল ইসলাম, হেড অব রিটেইল অপারেশনস প্লাজা নেটওয়ার্ক তাইফুর রহমান, জিএম অ্যাকাউন্টস সফিক উদ্দিন আহমেদ এফসিএ, হেড অব আইটি মেহেদি হাসান, হেড অব ডিজিটাল মার্কেটিং ও এজিএম ব্র্যান্ড ডেভেলপমেন্ট রুহুল কে সাগর, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সাবিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম