Logo
Logo
×

আইটি বিশ্ব

কোপাইলটে নতুন তিন ফিচার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট কোপাইলটে নতুন তিনটি সুবিধা যুক্ত হয়েছে। এখন থেকে কোপাইলটেও জেমিনি ও চ্যাটজিপিটি চ্যাটবটের মতো ভয়েস চ্যাটসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। নতুন তিন ফিচারের মধ্যে অন্যতম ‘ভয়েস’। এর মাধ্যমে মুখের কথায় চ্যাটবটকে বিভিন্ন প্রশ্ন করা যাবে। সেই প্রশ্নের উত্তরও দেবে কোপাইলট। চাইলে উত্তর দেওয়ার সময় কোপাইলটকে সম্পূরক বিভিন্ন প্রশ্ন করারও সুযোগ মিলবে। ফলে মানুষের সঙ্গে কথা বলার মতো করেও কোপাইলটের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে। আরেকটি ফিচার হলো, ‘কোপাইলট ভিশন’। যা ব্রাউজিং করার সময় ভার্চুয়াল সহকারীর মতো কাজ করে। এমনকি নির্দিষ্ট ওয়েব পেজের টেক্সট ও ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারে। জটিল যে কোনো সমস্যার দিকনির্দেশনা জানাতে এসেছে ‘থিঙ্ক ডিপার’। এর মাধ্যমে কঠিন প্রশ্নের উত্তরও পাওয়া যাবে। ফলে সুবিধাটি কাজে লাগিয়ে কোপাইলটের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনার খরচ পর্যালোচনাসহ বিভিন্ন কাজ দ্রুত করা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম