Logo
Logo
×

আইটি বিশ্ব

বড় অঙ্কের তহবিল পেল ওপেনএআই

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই বৃহস্পতিবার নতুন ৪ বিলিয়ন ডলারের ক্রেডিট সুবিধা নিশ্চিত করেছে। এর আগে বুধবার এআই স্টার্টআপটি ৬.৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। রয়টার্স।

ক্রেডিট সুবিধাটি জেপি মরগ্যান চেজ, সিটি, গ্লোল্ডম্যান স্যাচ, মরগ্যান স্টানলি, সানট্যান্ডার, ওয়েলস ফার্গো, এমএসবিসি, ইউবিএস এবং এইচএসবিসি থেকে পেয়েছে বলে জানা গেছে। এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, সবমিলে বর্তমানে কোম্পানিটির ১০ বিলিয়ন ডলারের অধিক তারল্য (লিকুইডিটি) সুবিধা রয়েছে। কোম্পানির অভ্যন্তরীণ পরিবর্তন এবং নেতৃত্বের রদবদলের মধ্যেই তহবিল সংগ্রহ করেছে ওপেনএআই। এর মধ্যে গত সপ্তাহে দীর্ঘকালীন চিফ টেকনোলজি অফিসার মিরা মুরাতি আকস্মিক পদত্যাগ করেছেন। এই দফায় আলটিমেটার ক্যাপিটাল, ফিডেলিটি, সফটব্যাংক এবং আবু ধাবির রাষ্ট্র-সমর্থিত বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সও বিনিয়োগ করেছে। গত বুধবার ওপেনএআইয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সারা ফ্রিয়ার কর্মীদের জানিয়েছেন, তহবিল সংগ্রহের পর একটি টেন্ডার অফারের মাধ্যমে কর্মীদের শেয়ার বিক্রির সুযোগ দেবে কোম্পানিটি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। এ বছর শুরুতে কিছুু কর্মীকে তাদের শেয়ার ৮৬ বিলিয়ন ডলার মূল্যায়নে নগদ করার সুযোগ দিয়েছিল কোম্পানিটি। এদিকে প্রায় ১২০ কোটি ডলার বিনিয়োগ করেছে থ্রাইভ ক্যাপিটাল। আগামী বছর একই মূল্যায়নে আরও ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে কোম্পানিটি। তবে এজন্য কোম্পানিকে আয়ের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম