Logo
Logo
×

আইটি বিশ্ব

সাড়া ফেলতে পারেনি আইফোন ১৬

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল গত মাসেই তাদের সর্বশেষ আইফোন লাইনআপ সিরিজ ১৬ বাজারে ছেড়েছে। এ সিরিজটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের ওপর নির্ভর করে বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। টেক জায়ান্টটির প্রত্যাশা ছিল, এআই ফিচারগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করবে এবং আইফোনের প্রতি ক্রেতা আগ্রহ ও জনপ্রিয়তা ফিরিয়ে আনবে। তবে প্রাথমিক বিক্রির প্রতিবেদন থেকে দেখা যায়, আদতে গ্রাহকের আশানুরূপ সাড়া মেলেনি। সিএনএন।

বিশ্লেষকরা বলছেন, ২০২০ সালে ফাইভজি ফিচারসহ আইফোন-১২ উন্মোচনের পর অ্যাপল তাদের পরবর্তী ডিভাইসে তেমন কোনো উল্লেখযোগ্য পরিমার্জন আনেনি। ফলে গত কয়েক বছরে আইফোনের বিক্রিও ধীর হয়ে আসে। গত মাসে প্রি-সেল শুরু হওয়ার প্রথম সপ্তাহান্তে আইফোন-১৬ বিক্রি হয়েছে ৩ কোটি ৭০ লাখ ইউনিট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমেছে। অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও বলছেন, এ সময় বেশি দামের আইফোন, বিশেষ করে ১৬-প্রো মডেলের চাহিদা গত বছরের আইফোন১৫ লঞ্চের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। আইফোন সিক্সটিনের প্রি-সেল শুরু হওয়ার এক সপ্তাহ পর ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস পূর্বাভাস দিয়েছিলেন, প্রি-সেল হবে প্রায় ৪ কোটি ইউনিট। সিএফআরএ রিসার্চের প্রযুক্তি বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো বলেছেন, ‘প্রথম সপ্তাহান্তের প্রি-অর্ডার বিক্রির তথ্য গত বছরের তুলনায় একটি নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে।’ অ্যাপলের তথ্যানুযায়ী, কোম্পানিটি প্রি-সেলে প্রথম সপ্তাহান্তে ৯৮ লাখ আইফোন ১৬ প্রো মডেল ও ১ কোটি ৭১ লাখ প্রো ম্যাক্স মডেল বিক্রি করেছে। এ সংখ্যাগুলো গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ২৭ শতাংশ ও ১৬ শতাংশ কম। অন্যদিকে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের বিক্রি আগের ১৫ মডেলের তুলনায় সামান্য বেড়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম