Logo
Logo
×

আইটি বিশ্ব

মিক্সড রিয়েলিটি হেডসেট উৎপাদন বাড়াবে মেটা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিক্সড রিয়েলিটি হেডসেট উৎপাদনে বিনিয়োগ বাড়াবে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা। আগামী বছর থেকে ভিয়েতনামে কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনসহ এ হেড উৎপাদনে জর দিচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি। দেশটিতে নিজেদের অবস্থান জোরালো করার পরিকল্পনার অংশ হিসাবে এ ঘোষণা এসেছে। রয়টার্স। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ বর্তমানে ভিয়েতনামে সফরে রয়েছে। এমন সময়েই এ ঘোষণা এসেছে। মাত্র এক সপ্তাহ আগে তিনি নিউইয়র্কে ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লামের সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিবৃতিতে ক্লেগ জানান, ২০২৫ সালের শুরু থেকে ভিয়েতনামে সর্বশেষ মিক্সড রিয়েলিটি ডিভাইস কোয়েস্ট ৩এস-এর উৎপাদন বাড়াবে মেটা। তবে বর্তমান অপারেশন ও নতুন বিনিয়োগের পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি মেটা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম