Logo
Logo
×

আইটি বিশ্ব

ওপেনএআই ছাড়লেন মিরা মুরাতি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওপেনএআই ছাড়লেন মিরা মুরাতি

ছবি : সংগৃহীত

চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতি কোম্পানিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোম্পানিটিতে সাড়ে ছয় বছর দায়িত্ব পালনের পর এ সিদ্ধান্ত নিলেন মিরা। কোম্পানিকে একটি নোটের মাধ্যমে তার এ সিদ্ধান্তের কথা জানান ও পরবর্তী সময় তা এক্সে শেয়ার করেন। দ্য গার্ডিয়ান। মুরাতি বলেন, ‘আমি পদত্যাগ করছি, কারণ আমি নিজস্ব অনুসন্ধানের জন্য সময় ও জায়গা তৈরি করতে চাই।’ আপাতত, আমার প্রাথমিক মনোযোগ কোম্পানির কাজের গতি বজায় রেখে আমার ক্ষমতা যতটা মসৃণভাবে হাতবদল করা যায়, সে বিষয়টি নিশ্চিত করা বলেন মুরাতি। পাশাপাশি ওপেনএআইয়ের নেতৃস্থানীয় পর্যায়ের আরও দুজন বিদায় নিচ্ছেন। এর মধ্যে একজন কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা বব ম্যাকগ্রু। আর অন্যজন কোম্পানির পোস্ট ট্রেইনিং বিভাগের ভিপি ব্যারেট জফ। তাদের হঠাৎ এমন বিদায়ে, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান বলেছেন, তারা প্রত্যেকেই স্বাধীনভাবে এবং বন্ধুত্বসুলভ উপায়ে নিজ নিজ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ওপেনএআইয়ের বোর্ডরুম ক্যু হয়, যা এআই স্টার্টআপ কোম্পানিটিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, তার প্রায় বছরখানেক পর মুরাতি বিদায় নিচ্ছেন। সে সময় অল্টম্যানকে কোম্পানি থেকে ছাঁটাই করে কোম্পানির অস্থায়ী প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছিলেন মুরাতি। এআই কোম্পানিটিতে ছয় বছর কাটানো মুরাতির হাত ধরেই চ্যাটজিপিটি ও ওপেনএআইয়ের ‘টেক্সট-টু-ইমেজ’ জেনারেটর ‘ডাল-ই’ উন্মোচিত হয়েছিল। উল্লেখ্য, ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠায় সাহায্যকারী ১৩ জনের মধ্যে শুধু তিনজন এখন রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম