জায়ান্ট গুগলের তৈরি অপারেটিং সিস্টেম ক্রোমওএস, যা ক্রোমবুকে ব্যবহার করা হয়। অপারেটিং সিস্টেমটির ১২৮ সংস্করণ প্রকাশ করা হয়েছে। নতুন ফিচার হিসাবে স্ন্যাপ গ্রুপস, ছবি থেকে লেখা কপি এবং উন্নত ক্যামেরা ও মাইক্রোফোন কন্ট্রোল যোগ করা হয়েছে। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্ন্যাপ গ্রুপস উইন্ডোজ ১১-এর স্ন্যাপ লেআউটসের অনুকরণ করা হয়েছে। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এ স্ন্যাপ লেআউটস ফিচার রয়েছে। এর সাহায্যে কম্পিউটারের স্ক্রিনজুড়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সফটওয়্যারগুলো কাজের সুবিধামতো সাজিয়ে রাখা যায়। অর্থাৎ পুরো স্ক্রিনকে কয়েকটা অংশে ভাগ করে একাধিক সফটওয়্যার ব্যবহার করা যায়। এজন্য সফটওয়্যারের ডান পাশে ওপরের দিকে ‘ম্যাক্সিমাইজ’ বাটনে কার্সর নিয়ে গেলে স্ন্যাপ লেআউটসের অপশন পাওয়া যাবে। তখন প্রয়োজনমাফিক স্ক্রিনের নির্দিষ্ট অংশে রাখা যায়। একই প্রক্রিয়ায় কাজ করে ক্রোমওএসের স্ন্যাপ গ্রুপস ফিচার।
ক্রোমওএসের ক্যামেরা অ্যাপে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে পিডিএফ বা ছবি থেকে যে কোনো লেখা কপি করা যায়। পাশাপাশি বিল্ট-ইন স্ক্রিন রিডার ক্রোমভক্সের মাধ্যমে লেখাগুলো পড়ে শোনার সুবিধা থাকছে। গুগল দাবি করছে, ক্যামেরা অ্যাপে সমতল ও উল্লম্ব অবস্থায় ওসিআর ৭৭টি ভাষায় কাজ করে।