যা জানতে চান
ফোন কি আমাদের সব কথা শুনতে পায়?
আইটি ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
তারিন জাহান, ঢাকা
ফোনে আড়িপাতা নিয়ে বছরের পর বছর ধরে উদ্বেগের পর সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে ফোনে ‘অ্যাকটিভ লিসনিং বা সক্রিয় শ্রবণ’ প্রযুক্তি রয়েছে, যা ফোনের আশপাশে থাকাকালীন ব্যবহারকারীরা কী বলে তা ক্রমাগত শুনতে সাহায্য করে। এরপর বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করতে ব্যবহার করা হয় সেই তথ্য। ফোন, স্মার্ট স্পিকার, অন্যান্য ইন্টারনেট বা মাইক্রোফোন রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি কোম্পানি অবশেষে স্বীকার করেছে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পাঠানোর উদ্দেশে ফোন আমাদের কথা সত্যিই শুনছে।
সুরক্ষা ব্যবস্থা?
আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের নিজস্ব প্রাইভেসি নির্দেশক রয়েছে। এর মাধ্যমে দেখা যায়, কখন কোনো অ্যাপ ফোনের মাইক্রোফোন বা ক্যামেরায় প্রবেশ করছে। এগুলো ফোনের অপারেটিং সিস্টেমের জন্য প্রয়োজনীয় ও অ্যাপের মাধ্যমে সহজে এড়ানো যায় না। তাই যখনই ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনের কোণে এ নির্দেশকটি দেখবেন, তখন বুঝতে হবে, কোনো অ্যাপ হয়তো ব্যবহারকারীর তথ্য রেকর্ড করছে।
মিরাজ জীবন, ঢাকা