Logo
Logo
×

আইটি বিশ্ব

ব্রাজিলে এক্স বন্ধে সুবিধা পাচ্ছে ব্লুস্কাই

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাজিলে এক্স বন্ধে সুবিধা পাচ্ছে ব্লুস্কাই

ছবি : সংগৃহীত

ব্রাজিলে সর্বোচ্চ আদালতের নির্দেশে মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্সের কার্যক্রম বন্ধ হওয়ায় বিকল্প সামাজিক মাধ্যম হিসাবে ব্লুস্কাইয়ের দিকে ঝুঁকছেন দেশটির ব্যবহারকারীরা। গত সপ্তাহ পর্যন্ত পাঁচ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন প্লাটফর্মটিতে। দ্য ভার্জ। ব্লুস্কাই-এর কার্যক্রমের ক্ষেত্রে এক্সের সঙ্গে এর বেশ মিল। ব্লুস্কাই জানিয়েছে, তাদের ডাটা সিস্টেমে প্রতি সেকেন্ড এক হাজার মতো ‘ইভেন্ট’ দেখা যাচ্ছে, যা একটি নতুন মাইলফলক।

এক্স বন্ধ হওয়ার পর বিপুলসংখ্যক গ্রাহক যুক্ত হওয়ায় এটি ঘটছে। নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে প্লাটফর্মটি জানায়, ব্রাজিলের পরিস্থিতি ব্লুস্কাইয়ের প্রসারে বড় পরিসরে ভূমিকা রাখছে। সামাজিক মাধ্যমটির ডেভেলপার পল ফ্রাজি বলেন, ‘ব্লুস্কাইয়ে প্রযুক্তিগত কিছু ছোটখাটো ত্রুটি হতে পারে। কিন্তু এর আগে আমরা এত ট্রাফিক দেখিনি। ব্যবহারকারীদের আমাদের সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ করছি।’

আরেক বিকেন্দ্রীভূত সামাজিক মাধ্যম মাস্টোডনেও ব্রাজিল থেকে সাইনআপ ও ট্রাফিকের সংখ্যা বেড়েছে। মাস্টোডনের সিইও ইউজেন রোচকো বলেন, ‘শনিবার পর্যন্তও ব্রাজিল থেকে সাইনআপের পরিমাণ ছিল শূন্য। বর্তমানে তা ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। তৃতীয় পক্ষের সার্ভারগুলোয়ও এ সংখ্যা আরও বেশি হয়ে থাকতে পারে।’ মাস্টোডন একটি বিকেন্দ্রীভূত সামাজিক মাধ্যম হওয়ায় ওই সার্ভারগুলোর তথ্য পাওয়া বেশ কঠিন।’ এদিকে থ্রেডসে কী পরিমাণ ট্রাফিক বেড়েছে, তা জানা যায়নি। এ ব্যাপারে জানতে মেটাকে অনুরোধ করা হলেও তারা সাড়া দেয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম