জ্বালানিতে রূপান্তর হবে ময়লা পানি
আইটি ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ময়লা পানি রূপান্তর হবে হাইড্রোজেন জ্বালানিতে। একটি ডিভাইসে এটি সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। দূষণ মোকাবিলার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ও বিশুদ্ধ পানিসংশ্লিষ্ট বেশ কয়েকটি চ্যালেঞ্জের সমাধান দেবে এটি বলছেন- ডিভাইসটি আবিষ্কারের সঙ্গে জড়িত ‘ইউনিভার্সিটি অব কেমব্রিজ’-এর গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট।
এ ‘সহজ’ ডিভাইস বিভিন্ন এমন জায়গায় ব্যবহার করা যেতে পারে, যেখানে শক্তির কোনো উৎস নেই বা যেসব জায়গায় মানুষ বিদ্যুৎ সংযোগ ছাড়াই বসবাস করেন।
উদ্ভিদের ‘ফটোসিন্থেসিস’ প্রক্রিয়া থেকে মূলত এ সিস্টেমটির অনুপ্রেরণা এসেছে। এ প্রক্রিয়ায় গাছপালা আলোকশক্তিকে খাবারে রূপান্তর করে।
আগের সংস্করণের ডিভাইসে থাকা ‘কৃত্রিম পাতা’য় উৎস হিসাবে ব্যবহার করতে হতো পরিষ্কার পানি। আর নতুন ডিভাইসটিতে ময়লা পানিও ব্যবহার করার সুবিধা রয়েছে। এ থেকে এমনকি সুপেয় পানিও পাওয়া যায়।
বিজ্ঞানীদের মতে, এর ফলে একই সঙ্গে দুটি সমস্যার সমাধান করা যেতে পারে। একটি হলো পরিবেশবান্ধব জ্বালানি। আর অন্যটি হলো, পানযোগ্য পানি।